ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্বাভাবিক জীবনের অঙ্গীকার ২৫ মাদক ব্যবসায়ীর

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাভাবিক জীবনের অঙ্গীকার ২৫ মাদক ব্যবসায়ীর

পাবনা প্রতিনিধি : কেউ ১০ বছর, কেউবা ৫ বছর ধরে জড়িত ছিলেন মাদক ব্যবসায়। তাদের বিরুদ্ধে ছিল একাধিক মামলা। মাদক ব্যবসার কারণে সমাজ ও পরিবারের কাছে ছিলেন ঘৃণিত। যার বিরূপ প্রভাব পড়ে নিজ পরিবার ও সন্তানের ওপর। তাই দীর্ঘদিনের মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন পাবনার ঈশ্বরদী উপজেলার ২৫ মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এসব মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন।

ঈশ্বরদী বাস টার্মিনালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক,  ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন। পরে আত্মসমর্পণ করা মাদক ব্যবসায়ীদের ফুল দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুভেচ্ছা জানান অতিথিরা।

 



আত্মসমর্পণকারীরা জানান, দেশ ও সমাজকে সুস্থ রাখতে এবং নিজের সন্তানকে মাদকের কালো থাবা থেকে বাঁচাতে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরছেন তারা। তাদের দেখে যারা আরো মাদক ব্যবসায়ীরা আছেন তারাও স্বাভাবিক জীবনে ফিরবেন বলে প্রত্যাশা করেন তারা।

পুলিশ সুপার জিহাদুল কবির জানান, এ নিয়ে ঈশ্বরদীতে বিভিন্ন সময়ে এ পর্যন্ত ১৭০ জন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করার মুচলেকা দিলেন। যারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছে তাদের পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

পুলিশ সুপার আরো বলেন, আগামী দুই মাসের মধ্যে ঈশ্বরদীকে মাদকমুক্ত ঘোষণা করার চেষ্টা চলছে।



রাইজিংবিডি/পাবনা/৭ নভেম্বর ২০১৭/শাহীন রহমান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়