ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সড়ক পরিবহনমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২৪ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়ক পরিবহনমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্যর্থ হয়েছেন, এ দাবি করে তার পদত্যাগ দাবি করেছে বিএনপি।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘মন্ত্রী চরমভাবে ব্যর্থ হয়েছেন। তারা নিজেদের ব্যর্থতা স্বীকার করবেন না। কারণ, মন্ত্রীর পদ এতই মোহনীয়, এতই লোভনীয় যে, এটাকে যেন-তেনভাবে আঁকড়ে থাকবেন। এজন্য ডাহা-টাটকা যত মিথ্যা কথা বলা যায় ওরা তা বলে যাবেন।’

রুহুল কবির রিজভী বলেন, ‘ঈদে জনদুর্ভোগের জন্য দায়ী প্রধানত সড়ক পরিবহনমন্ত্রী এবং তার পদত্যাগ করা উচিৎ। ঈদের প্রাক্কালে ঘরমুখী মানুষ যে চরম দুর্ভোগে পড়েছে তা বর্ণনাতীত। মানুষ তো নিজেই ভুক্তভোগী। সারা দেশে সড়ক-মহাসড়কে চরম অব্যবস্থাপনা, দ্বিগুণ মূল্যে ট্রেনের টিকেট কেটে ট্রেনের ছাদে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা করতে হচ্ছে মানুষকে। রাস্তা-ঘাটে বেপরোয়া চাঁদাবাজি নৈরাজ্য বিভৎস রূপ নিয়েছে।’

রাস্তায় যানজটের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘শুক্রবার রাত ৮টায় যেসব গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে, সেগুলো এখনো পৌঁছাতে পারেনি। সব মহাসড়কে একই অবস্থা। যদিও সড়ক পরিবহনমন্ত্রী স্বস্তি প্রকাশ করে বলেছেন, ভালোই লাগছে, কোথাও কোনো যানজট নেই, দৌড়াদৌড়ি করে মানুষের ভোগান্তি লাঘব করতে পেরেছি। কী আত্মশ্লাঘা, কী আত্মআনন্দ তিনি ভোগ করছেন একটা ডাহা মিথ্যাকে আড়াল করবার জন্য।’

‘এসব কথা বলে কি সড়ক পরিবহনমন্ত্রী ভুক্তভোগী মানুষকে উপহাস করলেন নাকি নিজের মন্ত্রিত্ব রক্ষার জন্য প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতে সাজিয়ে-গুছিয়ে অবলীলায় মিথ্যা কথাগুলোর অবতারণা করলেন’ বলেন রুহুল কবির রিজভী।

অনিয়ম ঠেকাতে হাইওয়ে পুলিশ প্রশাসনের ভূমিকার সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘তাদের কোনো অস্তিত্ব আছে বলে মনে হয় না।’

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা কায়সার কামাল, হাবিবুল ইসলাম হাবিব, মুনির হোসেন, শ্রমিক দলের আনোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়