ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হকার্স ইউনিয়নের ৯ দিনের কর্মসূচি

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হকার্স ইউনিয়নের ৯ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : ফুটপাত থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে হকার্স ইউনিয়ন। এর আগে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল করেন।

বুধবার রাজধানীর পল্টনে মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে হকার্স ইউনিয়নের অনেক নেতা উপস্থিত ছিলেন।

হকার্স ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাসিম কবীর হকারদের পুনর্বাসনের আগ পর্যন্ত ফুটপাতের একাংশে ব্যবসার সুযোগ দেওয়ার দাবি জানান।

তিনি জানান, ২০ থেকে ২৫ ফেব্রুয়ারি স্থানীয় জনপ্রতিনধিদের সঙ্গে মতবিনিময় করা হবে। এর পরিপ্রেক্ষিতে স্মারকলিপি দেওয়া হবে। ২১ জানুয়ারি সমস্যা সমাধানে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক, ২২ জানুয়ারি সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/আশরাফ/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়