ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হজ গিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাবেরের ইন্তেকাল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১৬ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হজ গিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাবেরের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় অবস্থান করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাবের (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি  রাজিউন)।

বৃহস্পতিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক মো. জাবেরের স্ত্রী দিলারা বেগম শাহানার বরাত দিয়ে সাংবাদিকদের জানান, বাংলাদেশ সময় ভোর ৫টা ২০মিনিটে ইন্তেকাল করেছেন তিনি।

তিনি স্ত্রী, এক পু্ত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। মো. জাবের গত ৬ আগস্ট স্ত্রী ও ছোট কন্যাকে সাথে নিয়ে হজ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন।

বীর মুক্তিযোদ্ধা এই আইনজীবীর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকৈলাশ গ্রামে। তিনি ঢাকায় ধানমন্ডি শংকরে বসবাস করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র মো. জাবের ২০০৯ সালে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং ২০১৮ সালের ৪ জানুয়ারি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে যোগদান করেন।




রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৮/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়