ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘হজযাত্রীদের সমস্যা দূরীকরণে চেষ্টা করছি’

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১৮ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হজযাত্রীদের সমস্যা দূরীকরণে চেষ্টা করছি’

গোপালগঞ্জ প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘‘আল্লাহর মেহমানদের চোখের পানি পড়বে, এটা প্রধানমন্ত্রী পছন্দ করেন না। হজযাত্রীরা বিভিন্নভাবে নিগৃহীত ও নির্যাতিত হয়। এ বিষয়গুলো দূরীকরণের জন্য যা যা করা দরকার, আমি তা করার চেষ্টা করে যাচ্ছি।’’

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন ও জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘‘বর্তমানে প্রতি বছর ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি হজ করতে যাচ্ছেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে সম্ভব হয়েছে। হঠাৎ করে হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলেও সুযোগ-সুবিধা অত বৃদ্ধি করা সম্ভব হয়নি। যাতে সুযোগ সুবিধা বৃদ্ধি করে হাজীদের অসুবিধা ও সমস্যার সমাধান করা যায়, এ ব্যাপারে আমি চেষ্টা করে যাচ্ছি।’’ 

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, ‘‘টঙ্গীর বিশ্ব ইজতেমা সুন্দরভাবে সমাধান করতে পেরেছি। এটা শেষ করার সঙ্গে সঙ্গে হজের কর্মকাণ্ড যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, এই দায়িত্ব নিয়ে কাজ করছি। আমি সৌদি আবর গিয়েছি। সৌদি আরবের যে সব জায়গায় হজের কর্মকাণ্ড পরিচালিত হয়, সেসব জায়গার সুযোগ সুবিধা নিয়ে হজমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’’

হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হ্যাব) প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘‘হ্যাবের এজেন্সিগুলো হজের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে কথা বলে হাজীদের সমস্যা চিহ্নিত করেছি এবং সমাধানের উদ্যোগ নিয়েছি। হ্যাবের দা্বি ছিল এজেন্সি প্রতি হজযাত্রীর সংখ্যা ১৫০ থেকে ১০০-তে নামিয়ে আনা। অতীতে অনেক এজেন্সি এই সংখ্যা জোগাড় করতে ব্যর্থ হয়েছে। তারা প্রতি বছর এ দাবি করে আসছিলেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এজেন্সি প্রতি ১৫০ এর স্থলে ১০০ করা হয়েছে।’’

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মো. মাকসুদুল হক, জাতীয় ইমাম সমিতির গোপালগঞ্জ শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ অল মামুন বক্তব্য রাখেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. রুহুল আমিন, জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদসহ একশত প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম উপস্থিত ছিলেন। পরে ১০ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী। 



রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৮ মার্চ ২০১৯/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়