ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হত্যা মামলায় জঙ্গি রাজীব ৭ দিনের রিমান্ডে

মোমেনুর রশিদ সাগর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হত্যা মামলায় জঙ্গি রাজীব ৭ দিনের রিমান্ডে

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুকযুদ্ধে নিহত জেএমবি সদস্য তুহিন হত্যা মামলায় জঙ্গি নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেলে গাইবান্ধা আমলী আদালতের বিচারক সঞ্চিতা বিশ্বাস এ আদেশ দেন।

গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামের মাও. ওসমান গণি মন্ডলের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, গত বছরের ৯ জুন গভীর রাতে জঙ্গি রাজীব গান্ধীর বাড়িতে গোপন বৈঠক চলছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবির সদস্যরা পুলিশের ওপর গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে জেএমবির সদস্য তুহিন মারা যান।

এ ঘটনায় জঙ্গি রাজীব গান্ধীসহ কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজীবের ১০ দিনের রিমান্ড চেয়ে আজ আদালতে আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।




রাইজিংবিডি/গাইবান্ধা/২৫ এপ্রিল ২০১৭/মোমেনুর রশিদ সাগর/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়