ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

এমএম আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সামছুল শেখ (৪০) নলডাঙ্গা উপজেলার বাশিলা কাতারি বাজার গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, নলডাঙ্গা উপজেলার উত্তর বাশিলা গ্রামের মৃত তমিজ উদ্দিনের মেয়ে  উম্মে বেগমকে বিয়ে করেন একই এলাকার শাহাদত হোসেনের ছেলে সামছুল ইসলাম। শামছুল ইসলাম মাদকাসক্ত থাকায় নেশার টাকার জন্য মাঝে মধ্যে স্ত্রীকে মারধর করতেন। ২০১৫ সালের ২৬ আগস্ট রাতে নেশার টাকার জন্য স্ত্রী উম্মে বেগমকে বেধড়ক মারধর করে মুখে বিষাক্ত ট্যাবলেট ঢুকিয়ে দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যা্ওয়ার পথে উম্মে বেগমের মৃত্যু হয়।

এই ঘটনায় উম্মে বেগমের ভাই ওসমান শেখ বাদী হয়ে নলডাঙ্গা থানায়  হত্যা মামলা দায়ের করেন।



রাইজিংবিডি/নাটোর/২ অক্টোবর ২০১৭/এম এম আরিফুল ইসলাম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়