ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হত্যার দায়ে স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ১১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হত্যার দায়ে স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এই রায় ঘোষণা করেন।

রাজিয়া সুলতানা দীপাকে (১৯) হত্যা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় স্বামী মো. লিটু মোল্লা (৩০) ও লিটুর ভগ্নিপতি মজিদ হাওলাদারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে আদালত।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি গোপালগঞ্জের তারগ্রাম এলাকার মইনুদ্দিন মোল্লার ছেলে মো. লিটু মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। লিটুর ভগ্নিপতি মজিদ হাওলাদার পলাতক রয়েছেন। 

রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন এজাহারের উদ্ধৃতি দিয়ে জানান, ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় খুলনার খালিশপুরস্থ বাবার বাড়ি থেকে স্বামী লিটুর সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা হন দীপা। পর দিন দীপার লাশ রূপসা ব্রিজ এলাকার জাবুসার বিল থেকে উদ্ধার করা হয়। পরে দীপার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ২৫ ফেব্রুয়ারি দীপার লাশের ছবি পত্রিকায় দেখে তার বাবা হারুন অর রশিদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।

এ ঘটনায় রূপসা থানার ওসি মো. আজমল হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজ ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।



রাইজিংবিডি/খুলনা/১১ মে ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ