ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হত্যাসহ ছয় মামলার আসামি ২ সহযোগীসহ গ্রেপ্তার

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ২৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হত্যাসহ ছয় মামলার আসামি ২ সহযোগীসহ গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা থেকে অস্ত্র, হত্যা ও মাদক ব্যবসাসহ ছয় মামলার আসামি আরাফাত হোসেন জুয়েলকে বিদেশি পিস্তলসহ আটক করেছে র‌্যাব। এ সময় তার দুই সহযোগী ফারজানা আক্তার ও আরিফুল ইসলামকেও আটক করা হয়।

শনিবার সকালে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল।

র‌্যাব, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, ব্রাহ্মণকান্দা গ্রামে জুয়েলের বাড়িতে অভিযান পরিচালনা করে ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী অর্ধ ডজন অস্ত্র, হত্যা ও মাদক মামলার আসামি আরাফাত হোসেন জুয়েল এবং তার সহযোগী ফারজানা আক্তার ও মো. আরিফুল ইসলামকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ হতে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, নয় রাউন্ড তাজা গুলি, একটি চাপাতি, দুটি ধারালো চাকু, ১১৫ পিস ইয়াবা ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

আটক আরাফাত হোসেন জুয়েল দীর্ঘ দিন ফরিদপুর শহর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

মো. রইছ উদ্দিন জানান, জুয়েলের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানা এবং ঢাকার সাভার থানায় হত্যা, অস্ত্র মামলাসহ সর্বমোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া ফারজানা আক্তারের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এবং ঢাকা জেলার সাভার থানায় মোট চারটি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও মাদকসহ ওই তিন আসামিকে ফরিদপুর জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

 

 

 

রাইজিংবিডি/ফরিদপুর/২৯ সেপ্টেম্বর ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়