ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হবিগঞ্জে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

হবিগঞ্জ সংবাদাতা : হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জের হাওরে পৃথক বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন-বানিয়াচং উপজেলা সদরের বাসিয়াপাড়া এলাকার সৈয়দ উল্লার ছেলে আজিম উল্লা, বড়ইউড়ি গ্রামের তাহির মিয়ার ছেলে শাহীন মিয়া ও নবীগঞ্জ উপজেলার রোকনপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল জব্বার।

আহতরা হলেন-বড়ইউড়ি গ্রামের জাহের মিয়া, মকা গ্রামের আব্দুল হেকিম ও আছকির মিয়া।

স্থানীয়রা জানান, বুধবার ১১টার দিকে বড়ইউড়ি গ্রামের শাহীন মিয়া ও তার ভাতিজা জাহের মিয়া পার্শ্ববর্তী গুণই হাওরে জমিতে ধান কাটতে যান। এ সময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শাহীন মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিসক। আহত জাহেদ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময়ে মকার হাওড়ে বজ্রপাতের ঘটনায় উপজেলার বাসিয়াপাড়া গ্রামের আজিম উল্লা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় জমিতে থাকা মকা গ্রামের আব্দুল হেকিম ও আছকির মিয়া আহত হন।

অপরদিকে বেলা ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার রোকনপুরগ্রামের পাশে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন ওই গ্রামের আব্দুল জব্বার।



রাইজিংবিডি/হবিগঞ্জ/২ মে ২০১৮/মামুন চৌধুরী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়