ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হরিণের ২৪০ কেজি মাংস উদ্ধার

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ৮ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হরিণের ২৪০ কেজি মাংস উদ্ধার

বাগেরহাট সংবাদদাতা : সুন্দরবন থেকে ২৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

আজ শুক্রবার ভোরে বাগেরহাটের শরণখোলা উপজেলাধীন বলেশ্বর নদী সংলগ্ন এলাকা থেকে মাংস উদ্ধার করে কোস্টগার্ড পশ্চিমজোন। এ সময় একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

কোস্টগার্ডের পশ্চিম জোনের সহকারী গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বলেশ্বর নদী সংলগ্ন এলাকা থেকে ২৪০ কেজি হরিণের মাংস এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য হরিণের মাংস ও কাঠের নৌকা সুপতি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

বনবিভাগ জানায়, উদ্ধারকৃত ২৪০ কেজি মাংস শিকার করা কমপক্ষে ১৩টি হরিণের। একটি সংঘবদ্ধ চোরা শিকারি দল বন থেকে হরিণ শিকার করে।

 

 

 

রাইজিংবিডি/বাগেরহাট/৮ জুন ২০১৮/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়