ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হলুদ নম্বর প্লেটযুক্ত গাড়িতে মাদক বহন

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হলুদ নম্বর প্লেটযুক্ত গাড়িতে মাদক বহন

নিজস্ব প্রতিবেদক : হলুদ নম্বর প্লেট ব্যবহার করা হয় বিদেশি  দূতাবাস বা কমিশনের অফিসের গাড়িতে। কিন্তু পুলিশকে ফাঁকি দিতে এ নম্বর প্লেটযুক্ত গাড়ি ব্যবহার করে মাদক পরিবহন করছে ব্যবসায়ীরা। র‌্যাব এ রকম এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার, সিগারেট উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে র‌্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে বনানীর রোড-১১, ব্লক ডি, হাউস-৮৪ এর চিকেন পিজা ইন দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি প্রাইভেটকার (রেজিঃ নং দ-৬৭-০২৯) দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে গাড়ির লোকজনকে ধাওয়া করে ভেতর থেকে প্রাইভেটকার চালক মো. জামালকে গ্রেপ্তার করা হয়। আর গাড়িতে তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৩৩২ ক্যান বিয়ার, ৭০ বোতল বিদেশি মদ এবং ৬০০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, প্রাইভেটকারের ভেতর আরো দুইজন ছিলেন। তারা সংঘবদ্ধ মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে গুলশান বনানীসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিজেদের প্রাইভেটকার এবং ভাড়া করা কাভার্ডভ্যানে হলুদ নম্বর প্লেট দিয়ে অবৈধ মাদকের ব্যবসা করে আসছে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৭/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়