ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ২১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক : হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি নামের দুটি সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দেশে হাওর অঞ্চলে গত কয়েকদিন ধরে একটি দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। হঠাৎ বৃষ্টিতে হাওরের অপরিকল্পিত নিম্নমানের বাঁধগুলো ভেঙে যাওয়ার কারণে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ হাওর এলাকায় লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। দুই লক্ষ পরিবার মানবেতর জীবনযাপন করছে।

বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার, কন্ট্রাকটর মিলে অপরিকল্পিতভাবে নিম্নমানের বাঁধ নির্মাণের ফলে বাঁথগুলো ভেঙে গেছে। তাদেরকে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার, কন্ট্রাকটরদের বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানানো হয়।

দুর্গত এলাকায় কৃষি ঋণ মওকুফ, সরকারের পক্ষ থেকে সহজ শর্তে বিনা সুদে পুনরায় ঋণ, এনজিও ও মহাজনি ব্যবসা যেখানে ঋণ দিয়েছিল সেটাও মওকুফসহ এনজিওগুলোর কিস্তি আদায় বন্ধের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাত জহির চন্দনের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার রেজা, অ্যাডভোকেট আরজু, শাহ আলম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৭/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়