ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাওরে ত্রাণ ও পুনর্বাসনে তৎপর হওয়ার নির্দেশ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাওরে ত্রাণ ও পুনর্বাসনে তৎপর হওয়ার নির্দেশ

সচিবালয় প্রতিবেদক : বন্যাকবলিত হাওর এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের জন্য তৎপরতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রিলিফ এবং অন্যান্য প্রাসঙ্গিক যে মন্ত্রণালয় আছে তারা যেন তৎপর হয়, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘হাওর এলাকায় পুনর্বাসনের জন্য যা প্রয়োজন, সেটা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ইতিমধ্যে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। তারা যা করছে সেটা যেন দৃশ্যমান হয়। সেখানে কী কী কাজ হয়েছে মানুষ জানতে পারল, কিন্তু গণমাধ্যমে আসলো না, তা যেন না হয়। গণমাধ্যমে যেন বিষয়টি প্রচার হয় তার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

হাওরের বাঁধ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা হয়নি। মানুষ ত্রাণ ঠিক মতো পাচ্ছে কি না, সে ব্যাপারে আলোচনা হয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/আসাদ/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়