ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হাতিয়ায় নৌ-রুটে যান চলাচল বন্ধ

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতিয়ায় নৌ-রুটে যান চলাচল বন্ধ

নোয়াখালী প্রতিনিধি : বৈরি আবহাওয়ায় উপকূলে তিন নম্বর সতর্ক সংকেত থাকায় নোয়াখালীর বিছ্ন্নি দ্বীপ উপজেলা হাতিয়ার চরচেঙ্গা-চেয়ারম্যানঘাট ও চেয়ারম্যানঘাট-নলচিরা রুটে সি-ট্রাকসহ সব নৌযান চলাচল বন্ধ রয়েছে।  

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার জানান, মানুষের জানমাল রক্ষায় সোমবার সকাল থেকে ওই দুই রুটে সব নৌযান বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে হাতিয়ায় যাতায়াতের চরচেঙ্গা-চেয়ারম্যানঘাট রুটে শহীদ আবদুর রব সেরনিয়াবাদ ও চেয়ারম্যানঘাট-নলচিরা রুটে শেখ ফজলুল হক মনি নামের দুটি সি-ট্রাক চালু রয়েছে। প্রতিটি সি-ট্রাকের যাত্রী ধারণ ক্ষমতা ৩০০ জন করে। প্রতিদিন দুইবার সি-ট্রাক দুটি যাতায়াত করে।

বৈরি আবহাওয়া ও উপকূলে ৩নম্বর সতর্কতা সংকেত থাকায় সকাল থেকে সি-ট্রাক দুটি বন্ধ রয়েছে। এর মধ্যে অনেকে ঝুকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকা, ট্রলার ও স্পিড বোটে করে যাতায়াত করছেন।

চেয়ারম্যানঘাট সি-ট্রাক কাউন্টারের ম্যানেজার মহিবুল ইসলাম নিপু বলেছেন, আবহাওয়া স্বাভাবিক হলে সি-ট্রাক চলাচল শুরু হবে।



রাইজিংবিডি/নোয়াখালী/৯ অক্টোবর ২০১৭/মাওলা সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়