ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

হাসনা হেনার মুক্তি দাবি শিক্ষার্থীদের একাংশের

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাসনা হেনার মুক্তি দাবি শিক্ষার্থীদের একাংশের

নিজস্ব প্রতিবেদক : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় বৃহস্পতিবার বিকেলে আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

এর পরে ভিকারুননিসা নূন স্কুলের ১ নম্বর ফটকের সামনে অবস্থান নিয়ে গ্রেপ্তারকৃত শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ।

তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি আনুশকা রায়।

তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। যারা মুক্তি দাবি করছে তারা আমাদের সঙ্গের নয়।

‘অপরাধীর শাস্তি চাই, হাসনা হেনা আপার মুক্তি চাই’ এ স্লোগানে হাসনা হেনাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানায় কিছু শিক্ষার্থী। তারা হাসনা হেনাকে নির্দোষ বলেও দাবি করে।

বৃহস্পতিবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বৈঠক শেষ হওয়ার পর কিছু শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে হাসনা হেনার মুক্তির দাবি জানায়।

ভিকারুননিসা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী নিশাত সুমাইয়া হক জানায়, ‘অরিত্রীর হত্যার প্ররোচনাকারী দোষীদের শাস্তি চাই। আমাদের শিক্ষিকা হাসনা হেনা সম্পূর্ণ নির্দোষ। আমরা হাসনা হেনা আপার মুক্তি চাই।’



রাইজিংবিডি /ঢাকা/৬ ডিসেম্বর ২০১৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়