ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘হেফাজতে ইসলাম কারো ব্যক্তিগত সম্পদ নয়’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হেফাজতে ইসলাম কারো ব্যক্তিগত সম্পদ নয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মুফতি ইযহারুল ইসলাম চৌধুরী বলেছেন, হেফাজতে ইসলাম কারো ব্যক্তিগত সম্পদ নয়। পরিবার বিশেষের সংগঠন নয়। এটি আলেম-ওলামার শ্রম ও রক্তের বিনিময়ে গড়ে ওঠা নির্ভেজাল একটি দ্বীনি সংগঠন।

সংগঠনটির নেতা মুফতি দ্বীনে আলম হারুনীর পাঠানো এক বিবৃতিতে মুফতি ইযহার এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, হেফাজতকে নিয়ে কেউ কেউ হীন স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। কিন্তু কেউ ইচ্ছা করলেই হেফাজতের ঐতিহ্য ও জনপ্রিয়তা ধ্বংস করতে পারবে না। সব চক্রান্ত আলেম-ওলামা কঠোর হস্তে প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি দেন হেফাজতের এই শীর্ষনেতা।

মুফতি ইযহার বলেন, হেফাজত কোনো দলের ক্ষমতার সিঁড়ি হবে না। এই দৃষ্টিভঙ্গি নিয়ে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা লাভ করেনি। তাই কেউ কেই হেফাজতকে সে পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা কাউকেই সেই সুযোগ দেওয়া হবে না।



রাইজিংবিডি/ঢাকা/২২ নভেম্বর ২০১৭/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়