ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হেরেও ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড : নিশাম

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৮, ২৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হেরেও ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড : নিশাম

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের শুরু থেকেই উড়ছিল নিউজিল্যান্ড। কিউইদের এ অপ্রতিরোধ্য যাত্রা গতকাল থামিয়ে দিয়েছে পাকিস্তান। তবে এই প্রথম ম্যাচ হারলেও কিউইরা অস্বস্তিতে নেই বলে জানিয়েছেন দলটির অলরাউন্ডার জেমি নিশাম।

পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে বুধবার শুরুতেই ধসে পড়েছিল নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন। তবে শুরুর বিপর্যয় কাটিয়ে ৯৭ রানের অপরাজিত এক ইনিংসে দলটিকে টেনেছেন নিশাম। তারপরও বাবর আজমের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ছয় উইকেটে হেরেছে তারা। পরের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। তবে পাকিস্তানের বিপক্ষে হারের পরও খেলোয়াড়দের মনোভাব ফুরফুরে রয়েছে বলে জানিয়েছেন নিশাম।

‘অন্য সব ম্যাচের মতোই আমরা প্রস্তুতি নিবো। সেমির নিশ্চয়তার জন্য দুই ম্যাচের একটিতে জিততে চাই আমরা। সেটাই এখন আমাদের মূল লক্ষ্য। ড্রেসিংরুমে আমাদের মনোভাব ভালোই রয়েছে। ম্যাচ হেরেও খেলোয়াড়রা উৎসবের আমেজে ছিল। হারকে কঠিনভাবে নেওয়ার মতো দল আমরা নই।’

পরের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হলেও তাদের বিপক্ষে বিশেষ কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নিশাম। এ প্রসঙ্গে গতকাল ম্যাচ শেষ কিউ এ অলরাউন্ডার বলেন, ‘শেষ দুই-তিন বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। আমরা জানি ম্যাচে তারা কিভাবে খেলে। তারা নিঃসন্দেহে ভালো একটি দল। তবে তাদের জন্য আমরা ভিন্ন কোনো পরিকল্পনা নেই নি।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়