ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১ কোটি করদাতার কাছ থেকে কর আদায়

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১ কোটি করদাতার কাছ থেকে কর আদায়

বিশেষ প্রতিবেদক : আগামী ৫ বছরে দেশের এক কোটি লোককে করের আওতায় আনার পরিকল্পনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

এছাড়া একই সময়ের মধ্যে ৮০ লাখ রিটার্ন দাখিল হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার জতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আয়করের আইনি সংস্কারের সফল বাস্তবায়নের জন্য কর প্রশাসনেরও ব্যাপক সংস্কার প্রয়োজন হবে। আমি গত বছরের বাজেট ঘোষণায় আয়কর প্রশাসনের জন্য ইলেক্ট্রনিক উৎস কর ব্যবস্থা প্রবর্তন, আধুনিক কর তথ্য ইউনিট গঠন, আন্তর্জাতিক করের জন্য পৃথক প্রশাসনিক কাঠামো সৃজন এবং গুরুত্বপূর্ণ জেলা ও সকল উপজেলায় কর অফিস স্থাপনের প্রস্তাব করেছিলাম। জাতীয় রাজস্ব বোর্ড তার আলোকে কর প্রশাসনের সংস্কার নিয়ে বেশকিছু কাজ করেছে।

মুহিত বলেন, আমি এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে, আমাদের সরকারের আমলে ২০১১ সালে কর বিভাগের সর্বশেষ বড় সংস্কারটি হয়েছিল। ২০১১ সালের পরবর্তী কয়েক বছরে করদাতার সংখ্যা প্রায় ৩ গুণ বেড়েছে; রিটার্ন দাখিলকারীর সংখ্যা ৯ লাখ হতে বেড়ে ১৬ লক্ষে উন্নীত হয়েছে। আমি আগেই বলেছি যে, কর প্রদানে বর্তমানে পরিলক্ষিত আগ্রহের ওপর ভিত্তি করে আমার লক্ষ্যমাত্রা হলো যে, আগামী ৫ বছরে অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে করদাতার সংখ্যা হবে এক কোটি এবং রিটার্ন দাখিলের সংখ্যা হবে ৮০ লাখ।



রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৮/হাসনাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়