ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

হোসাইন আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ১১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের লাউয়াছড়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন যোগাযোগ বন্ধ থাকার ১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

দুটি উদ্ধারকারী ট্রেন এসে গাছ কেটে লাইনচ্যুত বগি উদ্ধারের পর রোববার সকাল ৯টা থেকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

আখাউড়া থেকে সিলেটগামী ডেমু ট্রেন শনিবার রাত সাড়ে ১০টার দিকে লাউয়াছড়া বনের ভেতরে দুর্ঘটনায় পড়লে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

লাউয়াছড়া বনের রেস্ট হাউজের কাছে বিশাল আকৃতির একটি ডুমুর গাছ রাত সাড়ে ১০টার দিকে ঝড়ো বাতাসে ভেঙে পড়ে। রাতে আখাউড়া থেকে ছেড়ে আসা ডেমু ট্রেনটি লাইনে পড়ে থাকা ওই গাছের সঙ্গে ধাক্কা খেলে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস, ঢাকাগামী উপবন এক্সপ্রেস এবং লোকাল ট্রেন সুরমা মেইল ও জালালাবাদ এক্সপ্রেস শ্রীমঙ্গলসহ আশপাশের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

পরে রাত ১টার দিকে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে গাছ কাটা শুরু করলে ১০ ঘণ্টা পর আবার সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রহমান জানান, সারারাত চেষ্টার মাধ্যমে আবার ট্রেন চলাচল শুরু হয়ছে।



রাইজিংবিডি/মৌলভীবাজার/১১ জুন ২০১৭/হোসাইন আহমদ/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়