ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১০ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার সন্ধ্যায় ১০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

নির্বাচনে এখন মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫ জন এবং কাউন্সিলর পদে ২১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ২১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। 

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ১০ কাউন্সিলর প্রার্থী। এরা হলেন- আবদুস সামাদ, মোসলেম উদ্দিন, সাইফুল সরকার, শরিফুল ইসলাম, শেখ শাহ আলম, শাকিল ইসলাম, আশরাফ আহমেদ খান কিরন, শরিফুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন এবং মহসিন আলম। আগামীকাল সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

মেয়র পদে সাত প্রার্থী হলেন- আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, বিএনপির কাওসার জামান বাবলা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা, বাসদের আবদুল কুদ্দুস, এনপিপির সেলিম আক্তার ও জাপার বিদ্রোহী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।

২০৩ বর্গকিলোমিটারের রংপুর সিটি করপোরেশন এলাকায় ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। ২১ ডিসেম্বর ৩৩টি ওয়ার্ডে সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।




রাইজিংবিডি/রংপুর/৩ ডিসেম্বর ২০১৭/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়