ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১১ ইউপিতে আ.লীগ জয়ী ৬টিতে

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৪, ৩০ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১১ ইউপিতে আ.লীগ জয়ী ৬টিতে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ছয়জন প্রার্থী, বিএনপির দুইজন এবং স্বতন্ত্র দুইজন প্রার্থী জয়ী হয়েছেন।

ইউপি নির্বাচন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। রাতে ১০টি ইউনিয়নের ফলাফল ঘোষণা হলেও কৃষ্ণনগর ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি।

ঘোষিত ফলাফল অনুযায়ী, গেরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৮০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. জাহিদুর রহমান  (নৌকা)। নিকটতম বিএনপির শাহ্ রেজাউল করিম (ধানের শীষ) পেয়েছেন ৬২৩৩ ভোট।

মাচ্চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মো. জাহিদ মুন্সী (আনারস)। নিকটতম আওয়ামী লীগের এসএম সরোয়ার হোসেন  (নৌকা) পেয়েছেন ৬৭৬৮ ভোট।

চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. মির্জা সাইফুল ইসলাম আজম (ধানের শীষ)। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. হাফিজুর রহমান (মোটরসাইকেল) পেয়েছেন ৫৩৬৭ ভোট।

আলীয়াবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. ওমর ফারুক  (নৌকা)। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. সামসুল আলম  পেয়েছেন (ধানের শীষ) ২২৯২ ভোট।

অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবু সাইদ চৌধুরী (নৌকা)। নিকটতম বিএনপির জয়নাল আবেদীন চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ২৭৫৮ ভোট।

কানাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ফকির মো. বেলায়েত হোসেন (নৌকা)। নিকটতম স্বতন্ত্র মো. আহিদ মোল্লা (আনারস) পেয়েছেন ৮৮১৪ ভোট।

ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭৫৫২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. সহীদুল ইসলাম (নৌকা)। নিকটতম বিএনপির নূরুজ্জামান চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ৪৮৮৬ ভোট।

কৈজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের খন্দকার ইফতেখার মোহাম্মদ (নৌকা)। নিকটতম বিএনপির মো. নাজিম উদ্দিন শেখ (ধানের শীষ) পেয়েছে ৫০৭৬ ভোট।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. মোস্তাকুজ্জামান (ধানের শীষ)। নিকটতম আওয়ামী লীগের মো. মোফাজ্জেল হোসেন (নৌকা) পেয়েছেন ৫৫২১ ভোট।

ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৬১২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেহেদী হাসান (মোটরসাইকেল)। নিকটতম আওয়ামী লীগের মোহাম্মদ সাদিকুজ্জামান  (নৌকা) পেয়েছেন ৪৬১২ ভোট।



রাইজিংবিডি/ফরিদপুর/৩০ মার্চ ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়