ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৪ ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত তরল গ্যাসবাহী ট্যাঙ্ক লরি উদ্ধার

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৪ ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত তরল গ্যাসবাহী ট্যাঙ্ক লরি উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দুর্ঘটনাকবলিত তরল গ্যাসবাহী (এলপিজি) ট্যাঙ্ক লরি ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে উল্টে যাওয়া ট্যাঙ্ক লরিটি উদ্ধার করে।

এক ঘণ্টার উদ্ধার অভিযানে ঘটনাস্থল খুলনা-মোংলা মহাসড়কের সোনাতুনিয়ার দুই পাশে প্রায় ৩-৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এদিকে কোনোপ্রকার ক্ষয়ক্ষতি ছাড়া লরিটি উদ্ধার হওয়ায় এলাকাবাসী স্বস্তির নিশ্বাস ফেলেছে। আতঙ্ক কেটে গেছে জনগণের।

এর আগে শনিবার ভোররাতে খুলনা-মোংলা মহাসড়কের রামপালের সোনাতুনিয়া এলাকায় যমুনা এলপি গ্যাসের ট্যাঙ্ক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। সাড়ে ১৭ টন এলপি গ্যাস নিয়ে মোংলা প্লান্ট থেকে বগুড়া প্লান্টে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে ট্যাঙ্ক লরিটি। লরির চালক করিম (৫০) ও চালকের সহযোগী শহিদ (২৫) আহত হয়েছেন। এদের মধ্যে শহিদকে খুলনা ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বাড়ি বগুড়ায়।

দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, কাটাখালী হাইওয়ে থানা ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থান নেয়।

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দুর্ঘটনা এড়াতে কাটাখালী হাইওয়ে থানা ও রামপাল থানার পর্যাপ্ত  ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। মাইকিং করে এলাকার সকলকে কোনোপ্রকার আগুন ব্যবহার করতে নিষেধ করেছিলাম। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ট্যাঙ্কারটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।



রাইজিংবিডি/বাগেরহাট/২ জুন ২০১৮/আলী আকবর টুটুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়