ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৪ বছর পর জিম্বাবুয়েতে টেস্ট খেলছে উইন্ডিজ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৪ বছর পর জিম্বাবুয়েতে টেস্ট খেলছে উইন্ডিজ

টস জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার

ক্রীড়া ডেস্ক : প্রায় ১৪ বছর পর জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। বুলাওয়েতে বাংলাদেশ সময় আজ দুপুরে শুরু প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।

ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ জিম্বাবুয়েতে টেস্ট খেলেছিল ২০০৩ সালের নভেম্বরে। এখন পর্যন্ত দুই দলের আট টেস্টের ছয়টিই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচ হয়েছে ড্র।

জিম্বাবুয়ের হয়ে আজ টেস্ট অভিষেক হয়েছে ব্যাটসম্যান সলোমন মিরের। তিনি জিম্বাবুয়ের ১০২তম টেস্ট ক্রিকেটার। এই ম্যাচ দিয়েই কাউন্টি ক্রিকেট ছেড়ে আবার জিম্বাবুয়ে ক্রিকেটে ফিরেছেন ব্রেন্ডন টেলর ও কাইল জার্ভিস।

জিম্বাবুয়ে যদি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই ম্যাচের এই সিরিজটা ড্র করতে পারে, তাহলে টেস্ট র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে যাবে বাংলাদেশ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়