ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘১৫ আগস্ট ইতিহাসে অশ্রুভেজা ও কলঙ্কময় রাত’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৯, ১৫ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘১৫ আগস্ট ইতিহাসে অশ্রুভেজা ও কলঙ্কময় রাত’

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ১৫ আগস্ট ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন।

বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রশাসন দিনব্যাপী এ রক্তদান কর্মসূচির আয়োজন করে।

প্রধান বিচারপতি বলেন, আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। ১৯৭৫ সালের এ দিনে পরিবারপরিজনসহ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন স্বাধীন বাংলাদেশের স্থপতি| এটা ছিলো স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অশ্রুভেজা ও কলঙ্কময় রাত| বাঙালি জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় তার শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে।

এ সময় আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৮/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়