ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১৫ ওভার ব্যাট করতে চেয়েছি: গেইল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৫ ওভার ব্যাট করতে চেয়েছি: গেইল

ক্রীড়া ডেস্ক: ক্রিস গেইল উইকেটে থাকলে রান আসবেই। গেইলের ঘোর বিরোধীরাও এ কথা বিশ্বাস করেন। আগের দিন আঙুলে সামান্য চোটের কথা জানালেও নিজের ওপর আস্থা ছিল ক্যারিবীয় এ ব্যাটিং দানবের।

পঞ্চম আসরের ফাইনালে রংপুরের হয়ে রেকর্ড পারফরম্যান্সের পর গেইলের ব্যাটিং পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। দলের লক্ষ্য যাই হোক ব্যক্তিগতভাবে উইকেটে থিতু হওয়ার পরিকল্পনার কথা জানিয়ে গেইল বলেন, ‘ফাইনালের মতো গুরুত্বপূর্ণ বিশেষ এ ম্যাচে আমি ১৫ ওভার ব্যাট করতে চেয়েছি। বোলারদের পিছনে সময় দিতে থাকলে আপনি সহজ বল পেয়ে যাবেন। এটি সত্যি যে আমি যথা সম্ভব গভীরে গিয়ে ব্যাটিং করার চেষ্টা করেছি।’

অপর প্রান্তে থাকা ম্যাককালামের সঙ্গে নিজের পরিকল্পনা নিয়ে গেইল বলেন, ‘ঢাকার শুরুটা ভালো ছিল। আমরা ধীরভাবেই শুরু করেছিলাম। আমরা দ্রুত চার্লসকে হারিয়েছিলাম। তারপর ম্যাককালাম আসেন। ভালো ব্যাটিংয়ের জন্য গভীরে গিয়ে আমাদের সুযোগ নিতে হয়েছিল। ইনিংসে ভালো করতে আমাদের একজনের ব্যাটিং গুরুত্বপূর্ণ ছিল। এটা সত্যিকারভাবে দলের মোমেন্টাম ঠিক করে দিয়েছিল। এটা ভালো উইকেট, একসময় আপানি তাতে সেট হতে পারবেন। তাদের মানসম্মত বোলার ছিল। তবে আমরা তাদের সেরা বোলারদের কোনো উইকেট দেইনি।’

শক্তিশালী বোলারদের বিপক্ষে ইতিবাচক মনোভাবের কথা জানিয়ে গেইল বলেন, ‘যে কোনো বিশেষ বোলারের বিপক্ষে আপনি ইতিবাচক থাকতে চাইবেন। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। খোলসে বন্দি থাকলে আপনি নিজের বিপদ দেখতে পাবেন। নারিন তাদের মূল বোলার। চার্লসকে দ্রুত হারানোর পর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খেলার পরিকল্পনা ছিল। এই ফরম্যাটে স্ট্রাইক রেট বাড়ানোর পরিকল্পনা সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। আমি মনে করি ম্যাককালামের সঙ্গে কাজগুলো দারুণভাবে করতে পেরেছি। মাঝে যে কাজগুলো করা দরকার আমরা সেগুলোই করেছি ফলে তাদের বোলারদের ভুগতে হয়েছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়