ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১৬ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম উদ্বোধন

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৬ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক রংপুর : আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কার্যক্রম  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে নগরীর ধাপ পুলিশ ফাঁড়িতে অবস্থিত আরপিএমপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

আরপিএমপি কমিশনার আব্দুল আলীম মাহমুদ জানান,  গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম উদ্বোধন করবেন। এর মাধ্যমে চালু হবে আরপিএমপির ছয়টি থানার অভিযানিক কার্যক্রম। এজন্য একজন পুলিশ কমিশনার, একজন অতিরিক্ত পুলিশ কমিশনার, দুজন উপ পুলিশ কমিশনার,  একজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, পাঁচজন সহকারি পুলিশ কমিশনারসহ মোট ৪৭০ জন কর্মকর্তা ইতিমধ্যে  যোগদান করেছেন। যোগদানের অপেক্ষায় রয়েছেন আরো ২৯৫ জন পুলিশ  সদস্য।  অভিযানিক কার্যক্রম পরিচালনার জন্য বর্তমানে চারটি জিপ, আটটি ডাবল কেবিন পিকআপ, একটি মাইক্রোবাস, একটি অ্যাম্বুলেন্স, একটি দেড়টনি ট্রাক, একটি তিনটনি ট্রাক, ৩১টি মটরসাইকেলসহ মোট ৪৭টি যানবাহন রয়েছে।



রাইজিংবিডি/রংপুর/১৩ সেপ্টেম্বর ২০১৮/নজরুল মৃধা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়