ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

১৬৭ রানের পুঁজি পেল ওয়ালটন

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৮, ২৩ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৬৭ রানের পুঁজি পেল ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালেশুক্রবার মুখোমুখি হয়েছে ওয়ালটন গ্রুপ ও আলিফ গ্রুপ। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ম্যাচটি সকাল ৯টায় শুরু হয়েছে। গাজী টেলিভিশন মাঠ থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে। প্রথমবারের মতো করপোরেট ক্রিকেটের কোনো ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

 

আলিফ গ্রুপের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ওয়ালটন নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য আলিফ গ্রুপকে করতে হবে ১৬৮ রান।

 

শুরু থেকেই ব্যাট হাতে দ্যূতি ছড়াতে থাকেন ওয়ালটন গ্রুপের দুই ওপেনার শাহরিয়ার আলম ও সাহেল মিয়া। পাওয়ার প্লে’র পূর্ণ সুবিধা আদায় করে দুই ব্যাটসম্যান প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৫১ রান সংগ্রহ করেন। ইনিংসের শুরুতে জীবন পেলেও আলিফ গ্রুপের বোলারদের পরবর্তীতে কড়া শাসন করেন তারা। শাহরিয়ার আলম ছিলেন বেশি আগ্রাসী। উইকেটের চারিপাশে বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলেন এ ব্যাটসম্যান। সাহেল মিয়াও পিছিয়ে থাকেননি। শায়লালের করা পাওয়ার প্লে’র শেষ ওভারে কভারের উপর দিয়ে টানা তিনটি বাউন্ডারি হাঁকান সাহেল মিয়া।

 

বিপদ জনক হয়ে উঠা এ জুটি ভাঙেন শায়লাল। দলীয় ৭৩ রানে ওয়ালটন প্রথম উইকেট হারায়। স্ট্যাম্পের উপরের বল অন সাইডে ফ্লিক করতে গিয়ে এলবিডাব্লিউ’র শিকার হন ৩৩ বলে ৬ বাউন্ডারিতে ৩৭ রান করা শাহরিয়ার।

 

১২তম ওভারে ওয়ালটন গ্রুপ শতরানের স্বাদ পায়। এ সময়ে সাহেল মিয়া দলের স্কোরকে একাই টেনে নেন। উইকেটের চারিপাশে বাউন্ডারি হাঁকিয়ে স্কোরবোর্ডের পুঁজি বাড়াতে থাকেন এ ওপেনার। হাফসেঞ্চুরি তুলে নিয়ে সাজঘরে ফেরার আগে দলকে বড় স্কোরের স্বাদ দেন সাহেল। ৪৫ বলে ৮ বাউন্ডারিতে ৫২ রান করেন সাহেল। এরপর বাবুর ২৫ বলে ৩৪ রানের ইনিংসে ১৬৭ রানের পুঁজি পায় উদয় হাকিমের দল। ইনিংসের একমাত্র ছক্কাটি আসে ১৮তম ওভারে। ওয়ালটন গ্রুপের সহ-অধিনায়ক লং অফের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান।

 

প্রসঙ্গত, দেশের স্বনামধন্য ২৪টি করপোরেট প্রতিষ্ঠানকে নিয়ে গত ১৮ নভেম্বর শুরু হয় টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে আল হারামাইন পারফিউমস। পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘আল হারামাইন পারফিউমস ষষ্ঠ টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট, পাওয়ার্ড বাই মার্সেল’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ ডিসেম্বর ২০১৬/ইয়াসিন/ আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়