ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২০০ কোটি টাকার দখলকৃত সম্পত্তি উদ্ধার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০০ কোটি টাকার দখলকৃত সম্পত্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা প্রশাসন, সড়ক ও জনপথের উদ্যোগে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের দখলকৃত জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সারা দিনব্যাপী নাখালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া এবং তৌহিদ এলাহী।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া জানান, রাজধানীর ৩০৮ নাখালপাড়া সওজ গ্যারেজ এলাকায় দীর্ঘদিন ধরে কিছু স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি অবৈধভাবে প্রায় ২০০ কোটি টাকা মুল্যের দুই একর সরকারি জমি বেদখল করে রেখেছিল। ভ্রাম্যমাণ  আদালত উচ্ছেদ শেষে উদ্ধারকৃত ভূমি সড়ক ও জনপথকে বুঝিয়ে দেয়।

অভিযানে উপস্থিত ছিলেন সওজের সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকী, নির্বাহী প্রকৌশলী মেহেদি ইকবাল, উপবিভাগীয় প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ইন্সপেক্টর মো. কামাল উদ্দিন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩০ জন সদস্য।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়