ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

২০১৭ যেমন যাবে তুলা রাশির জাতক-জাতিকার

ফজলে আজিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৮, ১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০১৭ যেমন যাবে তুলা রাশির জাতক-জাতিকার

তুলা রাশির (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) জাতক/জাতিকারা সাধারণত সুদর্শন ও সৌন্দর্যের পূজারি হয়। বাহ্যিক অবয়বে কারো কারো চুল কোকড়া হতে পারে। এরা সাধারণত রোমান্টিক ও বুদ্ধিমান হয়ে থাকেন। সহজেই অন্যের সঙ্গে মিশতে পারে। যোগাযোগমূলক কাজে এদের বিশেষ দক্ষতা রয়েছে। এদের পছন্দ সাম্যতা। অন্যায় কর্ম এদের নীতিবিরুদ্ধ। যে কোনো কাজ এরা ধীরে ধীরে করতে পছন্দ করেন। অনেকের ক্ষেত্রেই এ কারণে ভাগ্যোন্নয়ন বিলম্বিত হয়ে থাকে। কর্মস্থলে এদের মতো মমতাময়ী ও সহযোগী পাওয়া দুষ্কর। অধস্তনদের দক্ষতা উন্নয়নে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

রাশির অধিপতিগ্রহ : শুক্র

শুভ রত্ন : হীরা, সাদা পোখরাজ, ইন্দ্রনীলা ও মুনস্টোন।

শুভ রঙ : সাদা, কমলা, লাল।

শুভ সংখ্যা : ১,২,৪,৭

শুভবার : শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার।

 

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

এ বছর আপনার সম্মান ও পদমর্যাদা বাড়বে। কর্মক্ষেত্রে আপনার বিশেষ দায়দায়িত্ব ও সুনাম বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন হবে।

 

বছরের শুরু থেকেই ব্যায়াধিক্য দেখা যাবে। কেউ কেউ সাময়িক অর্থ সংকটে ভুগতে পারেন। আয় উপার্জন বৃদ্ধির সুযোগ পেতে পারেন। আপনার মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। আবাসন সংক্রান্ত বিষয়ে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে।

 

দাম্পত্য সম্পর্ককে সুখকর করে তুলতে পরস্পরের প্রতি সমমর্মী হোন। পরস্পরের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। পার্টনারশিপ ভিত্তিতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত নিন। হঠাৎ করেই কোনো বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্য কারো কারো বিয়ের সম্ভাবনা রয়েছে। নব দম্পতির সন্তানলাভের যোগ রয়েছে।

 

উচ্চশিক্ষা কিংবা কর্মসূত্রে কেউ কেউ দেশের বাইরে যেতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন কারো দিকনির্দেশনা লাভ করতে পারেন। এক বা একাধিকবার তীর্থযাত্রা হতে পারে।

 

লেখক : অ্যাস্ট্রলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট। কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি, ঢাকা। ইমেইল: [email protected]

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়