ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (প্রাক্তন পঙ্গু হাসপাতাল) ২৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ (র‌্যাব)এর সহায়তায় র‌্যাবে সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে পঙ্গু হাসপাতাল এ আদালত পরিচালনা করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে একটি সংঘবদ্ধচক্র এ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। এর মাধ্যমে তারা অসহায় রোগীদের কাছ থেকে চিকিৎসার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। বিষয়টি র‌্যাবের নজরে এলে আজ এ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো- মিরাজ হোসেন (২০) চার মাস, গোলাম মোস্তফা (৪০) তিন মাস, মো. আলম (৪৫) তিন মাস, আহসান হাবিব (২৪), মো. আমির হোসেন (২৫) তিন মাস, মো. দুলাল (৫৭) তিন মাস, মো. জহির (৩৫) তিন মাস, মো. হুমায়ুন কবির (৫৮) তিন মাস, মো. মমিন মিয়া (৩২) তিন মাস, মো. রবিউল আলম (৩৫) তিন মাস, রিনা বেগম (৪৫) তিন মাস, মঞ্জু মাহমুদ (৩০) দুই মাস, মো. জসীম (২৮) দুই মাস, সজীব সরকার (২৪) দুই মাস, আবুল কালাম (৪৫) দুই মাস, মালেকা বেগম (৩৫) দুই মাস, মো. আলাউদ্দীন (১৯) এক মাস, মো. রাশেদ (২২) এক মাস, মো. সুমন (৩৮) এক মাস, ফিরোজ আহমেদ (৪২) এক মাস, গোলাপী বেগম (৩৮) এক মাস, সাহিদা বেগম (৫৫) এক মাস,  পারভীন বেগম (৫৫) ১৫ দিন, মোসা. মাহফুজা বেগম (৫০) ১৫ দিন।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৭/আহমদ নূর/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়