ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘২৫ মার্চের হত্যাকাণ্ড ছিল জাতি-বিদ্বেষী গণহত্যা’

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ২৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘২৫ মার্চের হত্যাকাণ্ড ছিল জাতি-বিদ্বেষী গণহত্যা’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ২৫ মার্চ ১৯৭১ মুক্তিকামী নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড ছিল চরম নিষ্ঠুর ও জাতি-বিদ্বেষী। এক রাতেই ঢাকা শহরে কমপক্ষে ১০ হাজার লোককে হত্যা করা হয়, বিভিন্ন বস্তি, ঘর-বাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ করে ভস্মীভূত করা হয়। এ রকম হত্যাকাণ্ড ও নিষ্ঠুরতা ৯ মাস ধরে চলে।

তিনি শনিবার সকালে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণহত্যা দিবস স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি মুহাম্মদ সামাদ। সঞ্চালক ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে ২৫ মার্চ ও তৎপরবর্তী গণহত্যার ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া, ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু এবং কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ ।



রাইজিংবিডি/গাজীপুর/২৫ মার্চ ২০১৭/হাসমত আলী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়