ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

২৫১ বিদ্যালয়ে চলতি দায়িত্বে প্রধান শিক্ষক পদায়ন

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৫১ বিদ্যালয়ে চলতি দায়িত্বে প্রধান শিক্ষক পদায়ন

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫১ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে এ সব বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্ত হচ্ছে।

চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের স্ব স্ব প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে হবে। এ দায়িত্বকে পদোন্নতি হিসেবে গণ্য করা যাবে না- মর্মে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা বিভাগ। এ ধরনের পদক্ষেপ শিক্ষার মান বৃদ্ধি করবে বলে আশা করছেন কর্মকর্তারা।

খুলনা জেলার ২৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেন একজন জ্যেষ্ঠ সহকারী শিক্ষক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে পদোন্নতি বা চলতি দায়িত্ব পালনে কারো অনিচ্ছা থাকলে তা লিখিতভাবে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে জানানোর নির্দেশ দেওয়া হয়। এরপর ১৩ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের চলতি দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা বিভাগ।

আদালতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মামলা চলমান থাকায় তাদের পদোন্নতি দেওয়া যাচ্ছে না বলে একটি সূত্র জানিয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলো এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কবল থেকে মুক্ত। তাদের প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের অন্য প্রতিষ্ঠানে পদায়ন করা হবে।

 

 

 

রাইজিংবিডি/খুলনা/১৬ সেপ্টেম্বর ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়