ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শেষ বিকেলে উইকেট হারানোর আক্ষেপ সাউথ জোনের

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৮, ১২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ বিকেলে উইকেট হারানোর আক্ষেপ সাউথ জোনের

ক্রীড়া প্রতিবেদক : বিসিএলের চতুর্থ রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন।

শেষ বিকেলে ফিরলেন তুষার

চার ফিফটিতে প্রথম ইনিংসে লিড নিয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে আউট হয়েছেন তুষার ইমরান। তার বিদায়ে ভাঙে ১৩১ রানের চতুর্থ উইকেট জুটি।

ইয়াসিন আরাফাতের বলে এলবিডব্লিউ হন তুষার। তার আউটের পরই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে যায়। ১৩০ বলে ৯ চার ও এক ছক্কায় ৭৮ রান করেন তুষার। ৫৪ রানে অপরাজিত আছেন রকিবুল হাসান।

প্রথম ইনিংসে ওয়ালটন সেন্ট্রাল জোনের ২৬১ রানের জবাবে বুধবার দ্বিতীয় দিন শেষে প্রাইম ব্যাংক সাউথ জোনের সংগ্রহ ৫ উইকেটে ৩০৯ রান। ৪৮ রানে এগিয়ে আছে তারা।

দলীয় দুইশ পেরিয়ে সাউথ জোন

ফজলে মাহমুদ ও এনামুল হক বিজয়ের ফিফটিতে ভর করে দলীয় দুইশ ছাড়িয়েছে সাউথ জোনের সংগ্রহ। ইনিংসের ৫৬তম ওভারের দ্বিতীয় বলে রাকিবুল হাসান সিঙ্গেল নিয়ে দলীয় দুইশ ছাড়ায় সাউথ জোন। হাফ সেঞ্চুরির পর এনামুল হক ৭৭ ও ফজলে মাহমুদ ৭৪ রানে সাজঘরে ফেরেন।

শতরান ছাড়িয়ে সাউথ জোন

প্রথম ইনিংসে ওয়ালটনের ২৬১ রানের জবাবে দারুণ লড়ছে প্রাইম ব্যাংক সাউথ জোন। ইনিংসের ২৪ তম ওভারে দলীয় শতরান ছাড়িয়েছে দলটির সংগ্রহ। শুভাগত হোমের করা ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে  দলীয় শতরান পূরণ করেন সাউথ জোনের ব্যাটসম্যান ফজলে মাহমুদ। সেই সঙ্গে ব্যক্তিগত হাফসেঞ্চুরিতে পৌঁছে যান তিনি। অপরপ্রান্তে দৃঢ় ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন এনামুল হক বিজয়।


লাঞ্চের আগে সাউথ জোনের ফিফটি

দ্বিতীয় দিনে আজ লাঞ্চের আগেই দলীয় ফিফটি ছাড়িয়েছে সাউথ জোনের সংগ্রহ। মধ্যাহ্নভোজের আগে দলটির সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭০ রান। সাউথ জোনের হয়ে এনামুল হক জুনিয়র ৩৪ ও ফজলে মাহমুদ ২৫ রানে অপরাজিত রয়েছেন।

২৬১ রানে অলআউট ওয়ালটন

৮ উইকেট হারিয়ে দলীয় ২৩৪  রানে গতকাল প্রথম দিনের খেলা শেষ করেছিল ওয়ালটন সেন্ট্রাল জোন। দলটির হয়ে গতকাল হাফসেঞ্চুরি করেন সাদমান ইসলাম। বাকি ২ উইকেট হাতে নিয়ে আজ আড়াইশ ছাড়ায় ওয়ালটনের সংগ্রহ। ৪৩ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান তাইবুর রহমান আজ হাফসেঞ্চুরির দেখা পান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসে খেলেছেন তিনি। তার ফিফটিতে শেষপযর্যন্ত ২৬১ রানে থেমেছে ওয়ালটন।



রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়