ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের নিচে শঙ্কায় বসবাস!

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৮, ২৭ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের নিচে শঙ্কায় বসবাস!

ফরিদপুর প্রতিনিধি : মাথার উপর ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন- এ অবস্থায় শঙ্কা নিয়ে বসবাস করছে অর্ধশতাধিক পরিবার।

চিত্রটি ফরিদপুর সদর উপজেলার ব্রাক্ষ্মণকান্দা এলাকার। প্রায় একবছর ধরে বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও অদ্যাবধি কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরিবারগুলোর। ফলে পরিবারগুলোকে দুর্ঘটনার শঙ্কা মাথায় নিয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে।

জানা যায়, ফরিদপুর শহরের বাইপাস সড়কের দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে ওজোপাডিকো’র ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন চলে গেছে। এই বিদ্যুৎ লাইন ব্রাক্ষ্মণকান্দার অর্ধশতাধিক পরিবারের বসত ঘরগুলোর উপর দিয়ে যাওয়ায় ঝুঁকিতে রয়েছেন তারা।



সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন এই বসতির টিনের ঘরগুলোর কোনো কোনো ক্ষেত্রে মাত্র এক ফিট উপর দিয়ে চলে গেছে।

এখানে বসবাসকারীরা জানান, এ লাইন স্থাপনের আগে থেকেই তারা সেখানে বসবাস করে আসছেন। তারা জানান, বিষয়টি ঝুঁকিপুর্ণ বোঝার পর থেকেই তারা উধ্র্বতনদের অবহিত করার পরও নানা অজুহাতে লাইন সরানো হচ্ছে না। পাশে যথেষ্ট ফাঁকা জায়গা থাকলেও লাইন স্থাপনকালে বারবার অনুরোধকরা হলেও ওজোপাডিকো আমলে নেয়নি। তারা এ বিষয়ে ফরিদপুরের বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত জানালেও কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেয়নি।

ব্রাক্ষ্মণকান্দা এলাকার বাসিন্দা ভূক্তভোগী শেখ বাশার বলেন, ‘আমার বসতঘরের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন চলে গেছে। দীর্ঘদিন যাবৎ আমরা ঝুঁকি নিয়ে বসবাস করছি। বিদ্যুৎ লাইনের কারণে ঘরবাড়ি মেরামতও করতে পারছি না। ঝড় বাতাস হলে পরিবার পরিজন নিয়ে প্রতি মুহূর্তে শঙ্কার মধ্যে থাকছি। এছাড়া লাইনের পিলার ঘরের পাশে খালের মধ্যে থাকায় পানিতে নামতেও আমরা ভয় পাচ্ছি। লাইনটি সরানোর জন্য কর্তৃপক্ষকে লিখিত আবেদন করা হলেও দীর্ঘদিন যাবৎ তারা কোনো ব্যবস্থা নিচ্ছেনা।’



এ বিষয়ে ওজোপাডিকো ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিপনন) মোঃ মুরশীদ আলম জানান, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন সরানোর ব্যাপারে ব্রাক্ষ্মণকান্দা এলাকাবাসীর লিখিত আবেদনটি আমলে নিয়ে সুপারিশ সহ খুলনায় তত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

ওজোপাডিকো খুলনা কার্যালয়ের তত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম (পরিচালন ও সংরক্ষন সার্কেল, ফরিদপুর) বলেন, ‘ব্রাক্ষ্মণকান্দা এলাকাবাসীর লিখিত আবেদনটি পেয়েছি। ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন সরানোর ক্ষমতা আমাদের নেই। এটা সম্পূর্ণভাবে সদর দপ্তরের এখতিয়ারে। আবেদনটি গুরুত্বের সাথে নিয়ে সুপারিশ করে আমি সদর দপ্তরে পাঠিয়েছি। সদর দপ্তর থেকে অনুমোদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



রাইজিংবিডি/ ফরিদপুর /২৭ মার্চ ২০১৯/ মো. মনিরুল ইসলাম টিটো/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়