ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

৫ সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫ সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার সময় বেআইনিভাবে অর্থ আদায় বন্ধে দেশের ৫ জেলার সিভিল সার্জন অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক অভিযোগ কেন্দ্রে অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার পৃথক পাঁচটি টিম একযোগে অভিযান পরিচালনা করে। জেলাগুলো হলো- নোয়াখালী, কুমিল্লা, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া।

দুদক জানায়, অ্যানফোর্সমেন্ট টিমের সদস্যরা এসব অফিসে উপস্থিত বিদেশগামী ব্যক্তিদের সাথে কথা বলেন এবং কোনোভাবেই অনৈতিকভাবে অর্থ না দেওয়ার নির্দেশ প্রদান করেন। এসব অফিসে কর্মরত সিভিল সার্জনরা দুদক টিমকে আশ্বাস প্রদান করেন, অনৈতিক অর্থ আদায় তৎপরতা বন্ধ করা হবে এবং শ্রমিকদের বিনা হয়রানিতে স্বাস্থ্যগত ছাড়পত্র দেওয়া হবে। আজ সব কয়টি অফিসে ১০০-এর বেশি বিদেশগামী ব্যক্তি দুর্নীতিমুক্তভাবে ছাড়পত্র পেয়েছে।

এ অভিযানের পর দুদক অ্যানফোর্সমেন্ট টিমের সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সিভিল সার্জন অফিসকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। অনৈতিক অর্থ প্রদান বন্ধে প্রয়োজনে দুদক ট্র্র্যাপ অভিযান চালাবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৮/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়