ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৫১০৭ পূজামণ্ডপে ৪ স্তরের নিরাপত্তা

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫১০৭ পূজামণ্ডপে ৪ স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর বিভাগের ৫ হাজার ১০৭টি পূজামণ্ডপে জঙ্গি হামলা, ছিনতাই, ইভটিজিংরোধসহ সব অপরাধ প্রতিরোধে চার স্তরের নিরাপত্তা  নেওয়া হয়েছে।

বুধবার রংপুর রেঞ্জের ডিআইজি অফিসে পবিত্র আশুরা ও শারদীয় দুর্গোৎসব উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিরাপত্তা রক্ষায় নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবে। পূজা উপলক্ষে জেলা পুলিশের পাশাপাশি র‌্যাব, হাইওয়ে পুলিশ, নৌ-পুলিশসহ পুলিশের সব ইউনিটের সদস্যদের সমন্বয়ে টহল ব্যবস্থা জোরদার করা হবে।

সভায় রংপুর রেঞ্জের গত আগস্ট মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইনশৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

সভায় রেঞ্জে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তারা হলেন, নীলফামারী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলতাব হোসেন, কুড়িগ্রাম জেলার কোর্ট পুলিশ পরিদর্শক মুরশিদুল করিম মুহাম্মদ ইসতেশাম, গাইবান্ধা জেলার ডিবি কর্মকর্তা এসআই মো.  আমিনুল ইসলাম, লালমনিরহাট সদর থানার এসআই মো. শাহানুর আলম, রংপুর কোতোয়ালি থানার এসআই সুদীপ্ত শাহীন, লালমনিরহাট সদর থানার এএসআই মো. খাদেমুল ইসলাম, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট হিসেবে লালমনিটহাট, শ্রেষ্ঠ থানা হিসেবে একই জেলার সদর থানা এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ইউনিট হিসেবে পঞ্চগড় জেলার সদর থানা নির্বাচিত হয়। রংপুর জেলার পুলিশ সুপার মিজানুর রহমান শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।



রাইজিংবিডি/রংপুর/২০ সেপ্টেম্বর ২০১৭/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়