ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

৫৪ ইউপির নির্বাচন ২৩ মে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫৪ ইউপির নির্বাচন ২৩ মে

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৩ মে ৫৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এ তথ্য জানান।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ এপ্রিল, যাচাই-বাছাই ৩০ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ৭ মে এবং ভোটগ্রহণ করা হবে ২৩ মে।

২৩ মে নির্বাচন হতে যাওয়া ইউপির মধ্যে ভোটার তালিকা পুনর্বিন্যাস, মেয়াদোত্তীর্ণ এবং নির্বাচন উপযোগী ইউপির সংখ্যা ১৭টি। মামলা ও অন্যান্য কারণে স্থগিত হওয়া ইউপির সংখ্যা ৯টি এবং শূন্য পদে উপ-নির্বাচন হতে যাওয়া ইউপির সংখ্যা ২৮টি।



রাইজিংবিডি/ ঢাকা/১৮ এপ্রিল ২০১৭/হাসিবুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়