ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৭৪৭ রানের ম্যাচে ১৫ রানে জিতল ভারত

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭৪৭ রানের ম্যাচে ১৫ রানে জিতল ভারত

ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া ডেস্ক : বৃহস্পতিবার কটকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভারত প্রথমে ব্যাট করতে নামে। যুবরাজ সিংয়ের ১৫০ ও মাহেন্দ্র সিং ধোনির ১৩৪ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮১ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

জবাবে ইয়ান মরগানের ১০২ ও জ্যাসন রয়ের ৮২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৬৬ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। রেকর্ড ৭৪৭ (৩৮১+৩৬৬) রানের ম্যাচে ১৫ রানের দারুণ এক জয় পেয়েছে ভারত। এ জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ক্যারিয়ার সেরা ইনিংস খেলা যুবরাজ সিং।

দুই দলের ৭৪৭ রান ভারতে ওয়ানডেতে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৯-১০ মৌসুমে রাজকোটে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ৮২৫ রান সর্বোচ্চ। সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে করেছিল ৪১৪ রান। জবাবে শ্রীলঙ্কা করেছিল ৪১১ রান।

এ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টানা পঞ্চম সিরিজ জিতল ভারত। ভারতের মাটিতে সবশেষ ১৯৮৪-৮৫ সালে ইংল্যান্ড সিরিজ জিতেছিল। এরপর আর পারেনি। 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়