ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৯৩০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৩

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯৩০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৩

ফেনী সংবাদদাতা : ফেনীতে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপাল থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর মহিপালস্থ মেসার্স রানা মোটরসের সামনে অবস্থানকরা চট্টগ্রামগামী মিনি ট্রাকে তল্লাশি চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মো. বিজয় (২০), মো. হারুনুর রশিদ (২৬) ও মো. রাজু আমজাদ (২১) কে আটক করা হয়।

তিনি জানান, মিনি ট্রাকের ভেতরে লুকানো অবস্থায় ৯৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।



রাইজিংবিডি/ফেনী/২৩ এপ্রিল ২০১৮/সৌরভ পাটোয়ারী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়