ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অচেনা আলিসের হ্যাটট্রিক

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অচেনা আলিসের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক : দুই দলের খেলোয়াড় তালিকা যখন দেওয়া হলো, একটি নামে আটকে গেল চোখ। ঢাকা ডায়নামাইটসের একাদশে আলিস আল ইসলাম। নামটা অচেনা। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোতে গিয়ে দেখা গেল, আগে কখনো স্বীকৃত কোনো ম্যাচই খেলেননি তিনি। ২২ বছর বয়সি এই অফ স্পিনারই অভিষেক ম্যাচে করলেন হ্যাটট্রিক!

শুক্রবার বিপিএলে আলিসের হ্যাটট্রিকেই রংপুর রাইডার্সের বিপক্ষে ২ রানের রোমাঞ্চকর এক জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। অথচ নায়ক না হয়ে ‘খলনায়ক’ হতে বসেছিলেন আলিস।

১৮৪ রান তাড়ায় ২৫ রানে ২ উইকেট হারানোর পর রাইলি রুশো ও মোহাম্মদ মিথুনের জুটিটা তখন জমে গিয়েছিল। অষ্টম ওভারে শুভাগত হোমের আগের বলেই ছক্কা হাঁকিয়ে ১৮ রানে পৌঁছে যান মিথুন। পরের বলে তিনি ক্যাচ দেন স্কয়ার লেগে। কিন্তু সহজ ক্যাচটা জমাতে পারেননি আলিস। মাঝে রুশো খেলেন একটা বল। পরের বলে আবার মিথুনের একই শট। একই জায়গায় আবারো সহজ ক্যাচটা ফেলেন আলিস!

দুবার জীবন পাওয়া মিথুনকে সঙ্গে নিয়ে রুশো রংপুরকে জয়ের সুবাস দিচ্ছিলেন। দুজনের জুটি তখন ১২১ রানের। রুশো ব্যাটিংয়ে ৮৩ রানে। জয়ের জন্য রংপুরের ২৮ বলে দরকার ৩৮ রান, হাতে ৭ উইকেট। এমন সময়েই আলিসকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পড রুশো।



পরের ওভারে সাকিব ফেরালেন রবি বোপারাকে। পরের ওভারেই আলিসের সেই হ্যাটট্রিক। যার ক্যাচ ফেলেছিলেন, সেই মিথুনকে বোল্ড করেই শুরু। পরের বলটা ফেলে দেয় শুধু বেল, আউট মাশরাফি। পরের বলে স্লিপে সাকিবকে ক্যাচ দেন ফরহাদ রেজা, হ্যাটট্রিক।

শেষ ওভারে ১৪ রান ডিফেন্ড করে ঢাকার জয়ের নায়ক আলিস। চার ওভারে ২৬ রানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন এই অফ স্পিনার।

বিপিএলের ইতিহাসে তৃতীয় হ্যাটট্রিক এটি। প্রথম বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মোহাম্মদ সামি। ২০১৫ সালের আসরে বরিশাল বুলসের হয়ে সিলেট স্টার্সের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নিয়েছিলেন আল-আমিন হোসেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ