ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘অথবা একটি উড়োজাহাজের গল্প’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৭, ২১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অথবা একটি উড়োজাহাজের গল্প’

বিনোদন ডেস্ক: অমিত ও নীলিমা। একই বাসের যাত্রী। পাশাপাশি সিটে বসা, কেউ কাউকে চেনে না। নীলিমা খেয়াল করে, অমিত কাগজ দিয়ে প্লেন তৈরি করে জানালা দিয়ে উড়িয়ে দিচ্ছে। একজন তরুণকে এমন শিশুসুলভ খেলায় মগ্ন থাকতে দেখে বেশ অবাক হয় নীলিমা। কৌতূহল চেপে রাখতে না পেরে নীলিমা এই প্লেন উড়ানোর কারণ জানতে চায়। অমিত জানায়, ব্যক্তিগত দুঃখগুলোকে কাগজের উড়োজাহাজে উড়িয়ে দিচ্ছে সে।

এ সময় অমিত কাগজের উড়োজাহাজ বানাতে বানাতে তার ব্যক্তিগত দুঃখের গল্প নীলিমাকে বলে। তখন উড়োজাহাজের গল্প নীলিমার মধ্যে নানা প্রশ্ন তৈরি করে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘অথবা একটি উড়োজাহাজের গল্প’। এটি রচনা করেছেন আব্দুল্লাহ মাহফুজ অভি। পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

নাটকটির গল্পের অমিত চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নীলিমা চরিত্র রূপায়ন করেছেন মৌসুমী হামিদ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— রিফাত চৌধুরী, আনন্দ খালেদ, জুয়েল জহুর, শরীফ ইমন, নীহারিকা প্রমুখ। আগামী ২৪ আগস্ট রাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।

 

রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়