ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অব‌শে‌ষে দেবর ভাবির সম‌ঝোতা

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অব‌শে‌ষে দেবর ভাবির সম‌ঝোতা

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক: বেগম রওশন এরশাদ সংস‌দের বি‌রোধী দ‌লের নেতা, রংপুর উপ নির্বাচ‌নে প্রয়াত এরশা‌দের বড় ছে‌লে সাদ এরশাদ দ‌লের প্রার্থী এবং কাউন্সিল পর্যন্ত জিএম কা‌দের জাতীয় পা‌র্টির চেয়ারম্যান এর দা‌য়িত্ব পালন কর‌বেন।

শ‌নিবার রা‌তে দেবর ও ভাবীর প‌ক্ষের নেতারা দীর্ঘ বৈঠক শে‌ষে এ সম‌ঝোতায় উপনীত হন। সত্যতা স্বীকার ক‌রে রওশনপন্থী দ‌লের প্রেসি‌ডিয়াম সদস্য ফখরুল ইমাম জানান, সব বিষ‌য়ে আমরা ঐক্যম‌তে পৌ‌ছে‌ছি।

বৈঠ‌ক সফল হ‌য়ে‌ছে জা‌নিয়ে দ‌লের প্রে‌সি‌ডিয়াম সদস্য এসএম ফয়সল চিশ‌তি ব‌লেন, ম্যাডাম রওশন এরশাদ ও জিএম কা‌দের এর যৌথ নেতৃ‌ত্বে জাতীয় পা‌র্টি প‌রিচা‌লিত হ‌বে।

‌বৈঠক প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, জাতীয় পা‌র্টির চলমান সঙ্কট ‌নি‌য়ে আলোচনা শে‌ষে আমা‌দের ম‌ধ্যে সম‌ঝোতা হ‌য়ে‌ছে।

সর্বসম্মতভা‌বে সিদ্ধান্ত হ‌য়ে‌ছে আবা‌রো বি‌রোধী নেতা হ‌চ্ছেন জাপার অন্যতম প্র‌তিষ্ঠাতা বেগম রওশন এরশাদ। সাদ এরশাদ হ‌চ্ছেন রংপুর উপ নির্বাচ‌নের প্রার্থী। আগামী কাউন্সিল পর্যন্ত জাতীয় পা‌র্টির চেয়ারম্যা‌নের দা‌য়িত্ব পালন কর‌বেন জিএম কা‌দের। কাউন্সিলে নেতৃত্ব ঠিক হ‌বে।

‌রোববার বেলা ১১টার দি‌কে বনানী অফিসে দ‌লের মহাস‌চিব ম‌সিউর রহমান রাঙ্গা আনুষ্ঠা‌নিকভা‌বে এ বিষ‌য়ে ব্রিফ কর‌বেন। দুপুর ১টায় বি‌রোধী উপ‌নেতা রওশন এরশা‌দের নেতৃ‌ত্বে দ‌লের পার্লা‌মেন্টা‌রি বো‌র্ডের সভা অনু‌ষ্ঠিত হ‌বে।

ত‌বে সাদ এরশা‌দের মনোনয়‌নের ব্যাপা‌রে বৈঠ‌কে কোন আলোচনা হয়‌নি ব‌লে ভিন্ন তথ্য দি‌য়ে‌ছেন অ্যাড‌ভো‌কেট কাজী ফি‌রোজ রশীদ ও সৈয়দ আবু হো‌সেন বাবলা এম‌পি। এ বিষ‌য়ে দ‌লের চেয়ারম্যান ও মহাসচিব না‌কি সিদ্ধান্ত দে‌বেন।  

দল‌টির ঘ‌নিষ্ঠসুত্র জানায়, দেবর ও ভাবীর প‌ক্ষে শ‌নিবার রা‌ত ৯টার দি‌কে রাজধানীর বা‌রিধারা ক্লা‌বে রুদ্ধদ্বার বৈঠ‌কে মি‌লিত হন  উভয় প‌ক্ষের নেতারা।

বৈঠ‌কে ‌তিন‌টি এজেন্ডা নি‌য়ে দুপ‌ক্ষের ম‌ধ্যে আলো‌চনা হয়। দীর্ঘক্ষণ আলোচনা শে‌ষে উভয়পক্ষ সম‌ঝোতায় পে‌ৗ‌ছে।

রওশন পন্থীনেতা‌দের ম‌ধ্যে বৈঠ‌কে ছি‌লেন দ‌লের জ্যেষ্ঠ‌নেতা ব্যা‌রিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম‌পি, প্রে‌সি‌ডিয়াম সদস্য মু‌জিবুল হক চুন্নু এম‌পি, ফখরুল ইমাম এম‌পি, সাংসদ সে‌লিম ওসমান ও এস এম ফয়সল চিশতী আর জিএম কা‌দেরপন্থী নেতা‌দের ম‌ধ্যে দ‌লের প্রে‌সি‌ডিয়াম সদস্য কাজী ফি‌রোজ রশীদ এম‌পি, সা‌বেক মহাস‌চিব জিয়া উদ্দিন আহ‌মেদ বাবলু এম‌পি, সৈয়্যদ আবু হো‌সেন বাবলা এম‌পি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দীন চৌধুরী। বৈঠ‌কে দ‌লের মহাস‌চিব ম‌সিউর রহমান রাঙ্গা উভয়প‌ক্ষে সমন্বয়কের ভূ‌মিকা পালন ক‌রেন।

 

রাইজিংবি‌ডি/ঢাকা/৮ সে‌প্টেম্বর ২০১৯/নঈমুদ্দীন/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়