ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আট গোলের ম্যাচে ইংল্যান্ডের জয়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪১, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আট গোলের ম্যাচে ইংল্যান্ডের জয়

ক্রীড়া ডেস্ক : ২০২০ ইউরো বাছাইয়ে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে ইংল্যান্ড।

মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে কসোভোকে ৫-৩ গোলে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের দল।

নিজেদের মাঠে ম্যাচের মাত্র ৩৪ সেকেন্ডেই গোল হজম করেছিল ইংল্যান্ড। কসোভোকে লিড এনে দেন বেরিশা।

অবশ্য সাত মিনিট পরই ইংল্যান্ডকে সমতায় ফেরান রাহিম স্টার্লিং। ১৯ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন আগের ম্যাচে হ্যাটট্রিক করা হ্যারি কেন।

প্রথমার্ধের শেষ আট মিনিটে আরো তিন গোল পেয়ে যায় ইংল্যান্ড। ৩৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন কসোভোর ভয়ভদা। আর প্রথমার্ধের শেষ দুই মিনিটে দুই গোল করেন ইংল্যান্ডের জেডন সানচো।

৫-১ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোল শোধ করে লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিল কভোসো। ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন বেরিশা। ছয় মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান আরো কমান মুরিকি।

৬৬ মিনিটে পেনাল্টি পেয়েছিল ইংল্যান্ডও। তবে গোল করতে পারেননি কেন। শেষ পর্যন্ত আক্রমণ করে গেলেও আর কোনো গোল পায়নি স্বাগতিকরা।

চার ম্যাচের চারটিই জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেক রিপাবলিক।


রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়