ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আপনি জানেন কি?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৮, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আপনি জানেন কি?

ক্রিকেটের খুঁটিনাটি অনেক রেকর্ড আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দেব এবার।

আপনি জানেন কি, টেস্ট ইতিহাসে মাত্র একবার ম্যাচের প্রথম বলে ছক্কা হয়েছিল, সেটা কোন দলের বিপক্ষে কিংবা কে মেরেছিল?

ঘটনাটি ২০১২ সালের ১৩ নভেম্বরের। মিরপুরে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ আগের ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল। ওই ম্যাচে অভিষেক হয়েছিল সোহাগ গাজীর। অধিনায়ক মুশফিকুর রহিম প্রথম ওভারেই নিয়ে আসেন ডানহাতি অফস্পিনারকে।

নতুন বল। ব্যাটিংয়ে ক্রিস গেইল। লং অন দিয়ে প্রথম বলেই ছক্কা। ওভারের চতুর্থ বল আবার ছক্কা। অবশ্য মারকুটে গেইলকে বেশিদূর যেতে দেননি সোহাগ গাজী। নিজের অভিষেক উইকেট হিসেবে গেইলকেই বেছে নিয়েছিলেন বরিশালের ছেলে। ১৭ বলে ২৪ করে সোহাগ গাজীর বলে লং অনেই ক্যাচ দেন গেইল।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়