ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আফজালের অতিথি সাবিনা ইয়াসমীন

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফজালের অতিথি সাবিনা ইয়াসমীন

আফজাল হোসেন, সাবিনা ইয়াসমীন

বিনোদন ডেস্ক: আগামীকাল বুধবার বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আই ‘তারকাকথন’ অনুষ্ঠানে হাজির হবেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রচার হবে ‘তারকাকথন’ অনুষ্ঠানটি। এ সময় সাবিনা ইয়াসমীন নিজের সংগীতজীবনের নানা গল্প শোনাবেন দর্শক-শ্রোতাদের। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অনন্যা রুমা।

১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন সাবিনা ইয়াসমীন। তার পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। পাঁচ বোনের মধ্যে ফরিদা ইয়াসমীন, ফওজিয়া খান, নীলুফার ইয়াসমীন ও সাবিনা ইয়াসমীন গানের মানুষ। বড় বোন ফরিদা ইয়াসমীন যখন গান শিখতেন ওস্তাদ দুর্গাপ্রসাদ রায়ের কাছে, ছোট্ট সাবিনা সারাক্ষণ তার পাশে বসে থাকতেন।

পরে ওস্তাদ পি সি গোমেজের কাছে উচ্চাঙ্গসংগীতের তালিম নেন তিনি। মাত্র সাত বছর বয়সে তিনি স্টেজ প্রোগ্রাম শুরু করেন। আট বছর বয়সে ছোটদের গানের অনুষ্ঠান ‘খেলাঘর’-এর মাধ্যমে রেডিওতে গান করেন। ১৯৬৫ সালে টেলিভিশন সম্প্রচার শুরু হলে শিশুশিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করেন এই গুণী সংগীতশিল্পী।

সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন সাবিনা ইয়াসমীন। স্বীকৃতিস্বরূপ ১৯৮৪ সালে একুশে পদক পান এই সংগীতশিল্পী।


রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়