ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আবার সাদা পোশাকে মাঠে নামছেন মাশরাফি

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবার সাদা পোশাকে মাঠে নামছেন মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা

আব্দুল্লাহ এম রুবেল : প্রায় সাড়ে তিন বছর পর চলতি মৌসুমে ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগ দিয়ে সাদা পোশাকে মাঠে ফিরেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সে সময় দুই রাউন্ড ম্যাচ খেলেছিলেন তিনি।

আবারও সাদা পোশাকে মাঠে নামছেন মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লংগার ভার্সন ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগের ৬ষ্ঠ ও শেষ রাউন্ডে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে মাঠে দেখা যাবে তাকে।

এর আগেও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সাদা পোশাকে মাঠে নেমেই চমক দেখিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট বিস্ময় মাশরাফি। এবারও শেখ আবু নাসের স্টেডিয়ামেই দেখতে পাবেন দর্শকরা তাকে। বিসিএলের অলিখিত ফাইনাল ম্যাচ হয়ে যাওয়া ম্যাচটিতে তাকে পেয়ে উচ্ছ্বসিত প্রাইম ব্যাংক সাউথ জোনের খেলোয়াড়রাও।

সোমবার শেখ আবু নাসের স্টেডিয়ামে তার দল অনুশীলন করলেও অনুশীলনে যোগ দেননি তিনি। প্রাইম ব্যাংক ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সরাসরি মাঠে নামবেন তিনি। বিসিএলে ৬ষ্ঠ রাউন্ডে মাঠে নামার আগে ৬০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বিসিবি নর্থ জোন। আর ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। পয়েন্ট ব্যবধান অনেক হলেও এখনও শিরোপার আশা ছাড়েননি প্রাইম ব্যাংকের অধিনায়ক নুরুল হাসান সোহান। আর মাশরাফিকে দলে পাওয়ায় সেই প্রত্যাশা আরও বেড়ে গেছে বলে মনে করেন তিনি।

সোমবার অনুশীলন শেষে রাইজিংবিডিকে তিনি বলেন,  ‘মাশরাফি ভাই দলে ঢুকলে দল অবশ্যই আরও উজ্জীবিত হয়ে যাবে। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের শুধু জিতলেই হবে না, বোনাস পয়েন্টসহ জিততে হবে। মাশরাফি ভাই যোগ দেয়ায় এই প্রত্যাশা অনেক বেড়ে গেছে। এছাড়া রাজ ভাই, তুষার ভাইসহ অন্যরাও ভালো ফর্মে আছে।



রাইজিংবিডি/খুলনা/২৩ এপ্রিল ২০১৮/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়