ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

আর্জেন্টিনার জালে ক্রোয়েশিয়ার ৩ গোল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২১ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্জেন্টিনার জালে ক্রোয়েশিয়ার ৩ গোল

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল আর্জেন্টিনা। বড় ব্যবধানে হারায় গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় আর্জেন্টিনা। 

বিশ্বকাপের তেইশতম ম্যাচে বৃহস্পতিবার রাত ১২টায় মাঠে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।২১তম বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তৈরি নিজনি নবোগড়ড স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৪৫ হাজার।

স্কোর: আর্জেন্টিনা ০ : ৩ ক্রোয়েশিয়া (ফাইনাল)

দুর্দান্ত ক্রোয়েশিয়া: প্রথম ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারানোর পর আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারাল ক্রোয়েশিয়া। দুই ম্যাচে কোনো গোল হজম করেনি তারা। ১৯৯৮ সালের পর এবারই প্রথম ক্রোয়েশিয়া বিশ্বকাপে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতল।

রাকিতিচের গোলে ব্যবধান বাড়াল ক্রোয়েশিয়া: দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোল হজম করল আর্জেন্টিনা। ডি বক্সের ভেতরে প্রায় ফাঁক গোল পোস্টে গোল করেন রাকিতিচ। 

এল এম ১০: মনে হতে পারে লিওনেল মেসি ১০ এর কথা হচ্ছে। মোটেও না। কথা হচ্ছে লুকা মড্রিচকে নিয়ে। ক্রোয়েশিয়ার অধিনায়ক বাঁকানো এক শটে মন কেড়ে নিয়েছেন ফুটবলপ্রেমিদের। আর্জেন্টিনার ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে ব্যবধান ২-০ করেছেন রিয়াল মাদ্রিদের এ স্টার। ৮০ মিনিট শেষে এখনও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। 

লিড পেল ক্রোয়েশিয়া:  ৫৩ মিনিটে আনতে রেবিক ভলিতে গোল করে ক্রোয়েশিয়াকে গোলের স্বাদ দেন। গোল রক্ষকের ভুলে গোল হজম করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।  

গোল মিসের মহড়া: প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে একাধিক সুযোগ নষ্ট করেছেন দুই দলের ফরোয়ার্ডরা। নিশ্চিতভাবেই দুটি করে গোল পেত দুই দল। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের স্বাদ পায়নি কোনো দল।

মুখোমুখি লড়াই: এর আগে চারবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। জয়ের পাল্লা আলবিসিলেস্তাদের দিকেই ভারী। দুই ম্যাচে জিতেছিল আর্জেন্টিনা। ক্রোয়েশিয়া জিতেছিল একবার। একটি ম্যাচ ড্র হয়েছিল।

বিশ্বকাপে এই দুই দল একবারই মুখোমুখি হয়েছিল, ১৯৯৮ সালে। সেবার মুখোমুখি হওয়ার আগে দুই দলেরই শেষ ষোলো নিশ্চিত ছিল। গ্রুপ সেরা হওয়ার সেই ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। একমাত্র গোলটি করেছিলেন মাউরিসিও পিনেন্ডা।

র‌্যাঙ্কিং: ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৪৫ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া রয়েছে ২০ নম্বরে। ১২৪১ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান পাঁচে।

ড্রয়ে শুরু আর্জেন্টিনার, জয়ে ক্রোয়েশিয়ার: বিশ্বকাপে দুই দল আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। প্রথম ম্যাচে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করে আইসল্যান্ডের বিপক্ষে।অন্যদিকে নাইজেরিয়াকে ২-০ গোলে হারায় ক্রোয়েশিয়া।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়