ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইংল্যান্ড দলে ২ নতুন মুখ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংল্যান্ড দলে ২ নতুন মুখ

ক্রীড়া ডেস্ক: উয়েফা ইউরো ২০২০ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেট।

প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুলব্যাক অ্যারন ওয়ান-বিসাকা ও অ্যাস্টন ভিলার সেন্টার-ব্যাক থাইরন মিঙ্গস। অভিষেকের অপেক্ষায় থাকা মিডফিল্ডার জেমস ম্যাডিসন ও ম্যাসন মাউন্ট পুনরায় দলে জায়গা পেয়েছেন। গত অক্টোবরের পর এবারই প্রথম জাতীয় দলের তাঁবুতে ফিরলেন তারা।

বাছাই পর্বে ইংল্যান্ডের প্রথম প্রতিপক্ষ বুলগেরিয়া। ৭ সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইংলিশদের পরের ম্যাচ ১০ সেপ্টেম্বর কসোভোর বিপক্ষে। দুটি ম্যাচই তারা খেলবে নিজেদের মাটিতে।

দলে পুনরায় জায়গা করে নিয়েছেন কাইরেন ট্রিপার এবং গোল রক্ষক নিক পোপে। নিক পোকে ২০১৮ বিশ্বকাপের পর এবারই ফিরলেন জাতীয় দলে। জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির ফুল-ব্যাক কাইল ওয়াকারের।

আগামী সপ্তাহে ক্যাম্প শুরু করবে ইংল্যান্ড। সেন্ট জর্জ পার্কে চলবে ইংল্যান্ডের ট্রেণিং সেশন।

বাছাই পর্বের দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সাউথগেটের শিষ্যরা।


রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়