ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঈদে যারা ঢাকা ছাড়ছেন, তাদের করণীয়

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদে যারা ঢাকা ছাড়ছেন, তাদের করণীয়

নিজস্ব প্রতিবেদক : আসছে ঈদুল আজহা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। এদিকে, রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ঈদের আনন্দ যেন ডেঙ্গুর সংক্রমণের কারণে বিষাদে পরিণত না হয় সেজন্য কিছু পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় নিয়মিত আলোচনার অংশ হিসেবে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সভা হয়। এ সভায় এসব পরামর্শ দেয়া হয়।

পরামর্শগুলো হলো-

বাসাসহ সব প্রতিষ্ঠানে, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর টয়লেটের হাই এবং লো কমোড ঢেকে দিতে হবে।

রেফ্রিজারেটরের ট্রের পানি ফেলে শুকিয়ে রেখে যেতে হবে।

এয়ার কন্ডিশনারের পাইপের পানিসহ যেকোনো পানি নিষ্কাশন করে রাখতে হবে।

বালতি, বদনা, হাড়ি-পাতিল, ড্রাম, গামলা, বাটি ইত্যাদির পানি ফেলে পরিষ্কার করে উল্টিয়ে রাখতে হবে।

বারান্দা ও বাসার ছাদের ওপর রাখা ফুলের টবের পানি ফেলে পরিষ্কার করে উল্টিয়ে রেখে যেতে হবে।

পানির ট্যাংকের ঢাকনা বন্ধ করে রেখে যেতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা প্রমুখ।


রাইজিংবিডি/ঢাকা/৭ জুলাই ২০১৯/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়